হলমার্ক চেয়ারম্যান জেসমিনের তিন বছরের কারাদণ্ড

|

হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করেছে ঢাকার বিশেষ জজ আদালত।

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় বুধবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের আখতারুজ্জামান রায় ঘোষণা করেন।

জেসমিন ইসলাম জামিনে থাকাকালীন সময় দুদকের পক্ষ থেকে সাত দিন সময় দেয়া হয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যে তিনি দাখিলে ব্যর্থ হন। তবে এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আসামিপক্ষ ক্ষোভ জানিয়েছে। তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে।

হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির মামলায় গত ২২ মাস ধরে কারাবন্দি আছেন জেসমনি। ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় ২০১৬ সালের নভেম্বর মাসে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে রাজধানীর মতিঝিল থানায় জেসমিন ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

উল্লেখ্য, আলোচিত হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় তানভীর ও জেসমিন ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে ২০১৪ সালে ১১টি মামলা করে দুদক। মামলায় ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। শুধু জেসমিন ইসলামের বিরুদ্ধে ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

যমুনা অনলাইন: কেআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply