ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ৪ জনকে ফাঁসি দিলো ইরান

|

ছবি: প্রতীকী

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪ জনকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগের অফিসিয়াল সাইটের তথ্য অনুযায়ী, রোববার ভোরে তাদের ফাঁসি কার্যকর করা হয়। খবর বার্তা সংস্থা এপির।

সাজাপ্রাপ্তরা হলেন- হোসেইন ওরদোখান জাদেহ, শাহিন ইমানি, মিলাদ আশরাফি এবং মানুচেহ শাহবন্দি। গেল মে মাসে ইসরায়েলকে রাষ্ট্রীয় গোপন তথ্য দিয়ে সহযোগিতা করার অপরাধে গ্রেফতার হন তারা।

বলা হয়, মোসাদের এক এজেন্টের কাছ থেকে তারা তথ্যের বিনিময়ে ক্রিপ্টো কারেন্সি নিতো। সেসময়ই তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। বুধবার সেই রায় বহাল রাখেন দেশটির সুপ্রিম কোর্ট। একইসাথে আরও তিন অভিযুক্তকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ছিল জাতীয় নীতিমালা লঙ্ঘন, অপহরণের ষড়যন্ত্র এবং অস্ত্র বহনের অভিযোগ।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, বর্তমানে ইরানে ফাঁসির অপেক্ষায় রয়েছেন আরও ২১ কারাবন্দি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply