বিএনপি-জামায়াত মানেই অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা করা: প্রধানমন্ত্রী

|

বিএনপি-জামায়াত মানেই অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা করা এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, তারা জঙ্গিবাদ, হত্যা, খুন-লুটপাট ছাড়া দেশের মানুষকে কিছুই দিতে পারেনি।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারে আওয়ামী লীগের জনসভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় দেশে গণতান্ত্রিক ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আমাদের শান্তিপূর্ণ সমাবেশে দিনেদুপুরে গ্রেনেড হামলা করেছিল তারেক-খালেদা গং। যুদ্ধের ময়দানের গ্রেনেড আমাদের ওপর ছোড়া হয়েছিল। আইভী রহমানসহ ২২ জন নেতাকর্মী মারা যায়। আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছিলাম।

বিএনপি ও জামায়াতের সমালোচনা করে আওয়ামী সভানেত্রী বলেন, তারা দেশের উন্নয়ন করেনি। মানুষের ওপর অত্যাচার আর হত্যা-সন্ত্রাসই ছিল তাদের কাজ।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের ১৩ বছরের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। কক্সবাজারের উন্নয়নের ফিরিস্তি টেনে প্রধানমন্ত্রী জানান, আগামীতে মহেশখালী ও কুতুবদিয়ায় আরও দুইটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।

এর আগে, জনসভা মাঠ থেকে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply