শিষ্য সাউথগেটকে শুভেচ্ছা জানালেন সাইফ স্পোর্টিংয়ের কোচ

|

স্টুয়ার্ট হল। বাংলাদেশের ঘরোয়া ফুটবল দল সাইফ স্পোর্টিংয়ের কোচ। বিশ্বকাপ ফুটবল নিয়ে এই ইংলিশ কোচের রয়েছে অন্যরকম উন্মাদনা। নিজের দেশ ইংল্যান্ড ২৮ বছর পর সেমিফাইনালে ওঠার পাশাপাশি আরেকটি বিষয়ে বেশ পুলক অনুভব করছেন তিনি। কারণ তার শিষ্যের হাত ধরেই না ইংল্যান্ড ভেঙেছে ২৮ বছরের বন্ধ্যাত্ব। হুম, ঠিকই ধরেছেন। ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের কথাই বলা হচ্ছে।

২০০৬ সালের কথা। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে কোচিংয়ের ‘এ’ লাইসেন্স করেন সাউথগেট। সেসময় ওই ব্যাচের দায়িত্ব ছিলেন বাংলাদেশের সাইফ স্পোর্টিংয়ের বর্তমান কোচ স্টুয়ার্ট হল।

স্টুয়ার্ট হলের প্রত্যাশা সাউথগেটের হাত ধরে ৫২ বছরের খরা কাটিয়ে ফাইনাল খেলবে ইংল্যান্ড। শিষ্য যখন বিশ্বমঞ্চ কাঁপাচ্ছেন তখন শুধু প্রত্যাশাতেই সীমাবদ্ধ থাকবেন কেন হল। তাইতো ঢাকায় বসে সুদূর রাশিয়ায় পাঠিয়ে দিয়েছেন শুভেচ্ছাবার্তা।

শুভেচ্ছা জানিয়ে স্টুয়ার্ট হল বলেন, সাউথ সবসময়ই খেলোয়াড়দের সর্বেোচ্চটুকু আদায় করে নিতে জানে। ডাগআউটে দাঁড়িয়ে ক্রমাগত সমর্থন জুগিয়ে যায় শিষ্যদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply