অরফানেজ ট্রাস্ট মামলার আপিল শেষ করতে দেয়া আদেশ মুলতবি

|

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা আপিল শুনানি শুরুর নির্দেশ দিয়ে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল শেষ করতে দেয়া পূর্বের আদেশ মুলতবি করেছেন আপিল বিভাগ।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিস্পত্তি করার আদেশ দেয়া হয়েছিল। আপিল বিভাগের দেয়া সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি না হলে আবার সময় বাড়ানোর আবেদন করতে পারবে আসামিপক্ষ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীর চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে আসামিপক্ষের রিভিউ আবেদন শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষে খন্দকার মাহবুব হোসেন ও মওদুদ আহমেদ’সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ হাইকোর্টে এই মামলার আপিল শুনানি রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply