‘একজন সাংবাদিকের প্ররোচনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট উদ্বেগ জানিয়েছে’

|

ফাইল ছবি।

একজন সাংবাদিকের প্ররোচনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পল্টনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে কক্সবাজারে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দেয়ার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে হয়নি। তবে কিছু মানুষ সংঘাত চায়। বাংলাদেশ সরকার সব ধরনের সংঘাতের বিপক্ষে। যে কেউ সভা সমাবেশ করতে পারে, কিন্তু অবশ্যই নিয়মের মধ্যে থেকে তা করতে হবে।

রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে গমন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ৬২ জন রোহিঙ্গাকে নিতে চেয়েছিল। তার মধ্যে গিয়েছে ২৪ জন। এটি একটি সুখবর। তবে এটাই চূড়ান্ত সমাধান নয়। মিয়ানমার তাদের লোকদের ফিরিয়ে নিলেই কেবল রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply