রাসিক নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

|

রাজশাহী সিটি নির্বাচনে বড় দুইদলের মেয়র প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের সংখ্যা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার একদিনে নির্বাচন কমিশনে ৫টি অভিযোগ জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা। এর বাইরেও বিভিন্ন মাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন দুইদলের প্রার্থীরা। যদিও এখন পর্যন্ত এসব অভিযোগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন।

বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে একদিনে নির্বাচন কমিশনে চারটি লিখিত অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এদিকে একদিন আগে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেয়ার পর এবার বিএনপি প্রার্থীর অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের অভিযোগ, তার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য। আর্থিক প্রলোভন, নারী কর্মীদের উত্ত্যক্ত করাসহ ভোটারদের হুমকি ধমকি দিয়ে পক্ষে ভেড়ানোর চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগও করেন তিনি।

বিএনপির অভিযোগ, তাদের নেতা-কর্মীদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে অতি উৎসাহী ভূমিকা পালন করছে পুলিশ। সংবাদ সম্মেলন করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে নগর পুলিশের দুই ওসির প্রত্যাহার দাবি করেছেন বিএনপি নেতারা।

নির্বাচন কমিশন বলছে, তারা অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নিজে ও বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট তোফাজ্জেল হোসেন তপু নির্বাচন কমিশনে এসব অভিযোগ জমা দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply