লালমনিরহাটে ধরলার ভাঙনে বিলীন ৫০ বিঘা ফসলি জমি

|

ধরলা নদীর পানির তোড়ে লালমনিরহাট সদরের সীমান্ত এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে ৫০ বিঘা ফসলি জমি। হুমকির মুখে বাড়ি-ঘর, মোগলহাট বাজার, বিজিবি ক্যাম্প, নব নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্প্রতি টানা বৃষ্টি আর উজানের ঢলে ভারতের গিরিধারী নদীর পাড় ভেঙে লালমনিরহাটের মোগলহাট সীমান্তে মিশে গেছে ধরলার সাথে। তবে কয়েকদিন ধরে ধরলার পানি কমলেও তীব্র হয়েছে এর ভাঙন। প্রতিবছরই এ এলাকায় নদী ভাঙনে নিঃস্ব হয় অনেক পরিবার। লালমনিরহাটের চার উপজেলায় সীমান্ত নদী সংরক্ষণ ও উন্নয়নে ৯০ কোটি টাকার প্রকল্প পাস হলেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।

এদিকে ঠিকাদার নিয়োগ না হওয়ায় প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়ার কথাও জানিয়েছেন কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply