ফেসবুক ম্যাসেঞ্জার বন্ধ!

|

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে প্রবেশে বিভ্রাট দেখা দিয়েছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এই সমস্যার মুখে পড়ছেন। গত দুইদিন থেকে ইউরোপ ও আমেরিকার দেশ গুলোতে এই সমস্যা দেখা দেয় যা আজও বিদ্যমান রয়েছে বলে জানিয়েছে দ্য ডেইলি মেইল অনলাইন। তবে এব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের কোন আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ম্যাসেঞ্জার সেবাটা ফেসবুকের ওপর ভিত্তি করেই গড়ে ওঠেছে। কিন্ত স্মার্টফোনের এ্যাপসের মাধ্যমে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আলাদাভাবে ব্যবহার করা যায় এটি।

দ্য মেইল অনলাইন জানায়, ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা রিপোর্ট করে জানাচ্ছে, বার্তা আদান প্রদান করা যাচ্ছে না এমনকি ম্যাসেঞ্জার লগইন করাও সম্ভব হচ্ছে না।

ব্যবহারকারীদের মধ্যে ৫৩ শতাংশ জানান তারা বার্তা আদান-প্রদান করতে পারছেন না আর প্রায় ৪৬ শতাংশ আছেন যারা লগইন করতে পারছেন না বলেও জানায় দ্য মেইল।

ইংল্যান্ডের পলিমাউথ ইউনিভার্সিটির ১৯ বছর বয়সী এক ছাত্রী টুইটারে ক্ষোভ প্রকাশ করে বলেন, ফেসবুক ম্যাসেঞ্জার ইজ ফা….

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে এখন শীর্ষে রয়েছে এই ফেসবুক ম্যাসেঞ্জার। দ্বিতীয় স্থানে রয়েছে হোয়াটসএ্যাপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply