আবারও বাংলাদেশে আসছেন মেসি!

|

দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসতে পারেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা এই বার্সা ফরোয়ার্ডের। সুবিধাবঞ্চিত শিশু, নাকি রোহিঙ্গা শিশুদের নিয়ে তিনি কাজ করবেন তা নিয়ে অবশ্য রয়েছে অনিশ্চয়তা। মেসির জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে সংশ্লিষ্টরা।

৭ বছর আগে বাংলাদেশে এসেছিলেন লিওনেল মেসি। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সাক্ষী হয়েছিলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ঘরের মাঠে বসে এলএম টেনের ফুটবল শৈলী উপভোগ করেছিলো এদেশের ফুটবলপ্রেমীরা।

আরও একবার সেই কিংবদন্তি দেখার সুযোগ পেতে পারে বাংলাদেশ। তবে এবার কোন প্রীতি ম্যাচ নয়, আসতে পারেন ব্যক্তিগত সফরে। ইউনিসেফের শুভেচ্ছাদূত পরিচয়ে সংস্থাটির কর্মকাণ্ড দেখতে আসবেন তিনি। মেসি এলে স্বাভাবিকভাবেই যুক্ত হওয়ার কথা শিশুদের সাথে।

কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রোহিঙ্গা একটি বড় ইস্যু। তাই রোহিঙ্গা শিশুদের কাছে লিওনেল মেসিকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে ইউনিসেফের। এ উপলক্ষে মিয়ানমার-বাংলাদেশকে নিয়ে হতে পারে একটি প্রীতি ম্যাচও। মেসির সাথে আসতে পারেন আরও কয়েকজন ফুটবলার। তবে তা ঢাকায় নাকি কক্সবাজারে হবে তা নিয়েও কোন সিদ্ধান্ত হয়নি।

ক’দিন আগেই ইউনিসেফের দূত হিসেবে কক্সবাজার ঘুরে গেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সেই অভিজ্ঞতা থেকেই লিওনেল মেসির জন্য চাওয়া হয়েছে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা।

যদিও মেসির সফর নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ইউনিসেফের কর্মকর্তারা। কঠোর গোপনীয়তার মাঝে সবকিছু চললেও সম্প্রতি যমুনা টিভির কাছে বিষয়টি অস্বীকার করেছিলেন ইউনিসেফের মুখপাত্র অ্যালিস্টার লওসন।

বাংলাদশের মাটিতে শুধু খেলে যাওয়া নয়, বিশ্বকাপ নিয়েও লাল সবুজ দেশটির সাথে পরিচিত এই তারকা। মেসির ফেসবুক পেজে কিছুদিন আগেই শেয়ার কার হয়েছিলো আর্জেন্টিনা নিয়ে এদেশের দর্শকদের উন্মাদনার কথা।

তাই মেসির আসার গুঞ্জনই তৈরি করছে অন্যরকম উন্মাদনা। আগামী ২২ জুলাই তার আসার সম্ভাব্য তারিখ হলেও তা এখনও ঝুলে আছে অনেক ‘যদি/কিন্তু’র উপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply