নবীনগরে আল্লামা শফীর জনসভা নিয়ে সংবাদ সম্মেলন

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগামী ২৬ জুলাই হেফাজতে ইসলামে ডাকা শানে রেসালত (সা.) সম্মেলন সফল করার জন্য শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে নবীনগর উপজেলা কমিটি। সংবাদ সম্মেলনে নবীনগরে আগামী ২৬ জুলাই হেফাজত ইসলামী বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফী আসবেন। তাই জাসদ’র জনসভা পেছানোর দাবি জানানো হয়।

নবীনগর উপজেলা কার্য্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নবীনগর উপজেলা হেফাজতে ইসলামী সভাপতি মাওলানা আমিরুল ইসলাম লিখিত বক্তবে বলেন, ২৬ জুলাই নবীনগর উপজেলা হেফাজতে ইসলাম এর উদ্যোগে শানে রেসালত (সা.) সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সংগঠনটির আমীর আল্লামা শাহ্ আহমদ শফী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শায়খ সাজিদুর রহমানসহ জাতীয় ও জেলা এবং উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন স্থানীয় জাসদ একাংশ নামে একটি রাজনৈতিক সংগঠন একই দিন সভা বেশ করার প্রস্তুতি গ্রহণ করছে। যা দুঃখজনক। পাশপাশি একটি মহল শানে রেসালত (সা.) সম্মেলন বানচাল করারও ষড়যন্ত্র করছে। এসময় তারা জাসদ সভাপতি তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু জনসভাটি পিছিয়ে দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, উপজেলা হেফাজতে ইসলামী নেতা মাওলানা মাসুদুর রহমান খান, মাওলানা আব্দুল জলিল প্রমুখ।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলায় আগামী ২৬ শে জুলাই নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা ডেকেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নবীনগর উপজেলা কমিটি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে জাসদ সভাপতি তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। একই দিনে একই স্থানে বিকেল তিনটায় শানে রেসালত (সা.) সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম নবীনগর উপজেলা কমিটি। এতে প্রধান অতিথি হিসাবে হেফাজত ইসলামী বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফী উপস্থিত থাকার কথা রয়েছে। এই নিয়ে উত্তেজনা এখন পুরো নবীনগর জুড়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply