টানা ৩টি ট্রফি জিতেছে নারী ক্রিকেট দল

|

কিছুদিন আগেই এশিয়া কাপ জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিতেছে সালমা খাতুনের দল।
এবার টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ায় টানা তিনটি ট্রফি এল বাংলাদেশের ঘরে। বাংলাদেশের নারী ক্রিকেটে এর চেয়ে ভালো সময় আগে আসেনি।

শনিবার, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১২২ রান করে বাংলাদেশ। ৮ বল আগে ৯৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।

আয়েশা রহমানের ৪৬ রানে ভর করে ১২২ রানে পুঁজি গড়ে বাংলার নারীরা। এরপর বল হাতে শুরু থেকেই দারুণ আগ্রাসী ছিল বাংলাদেশ। ৫৪ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকে আইরিশরা। পান্না ঘোষের বোলিং তাণ্ডবে শেষ পর্যন্ত ৯৭ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। ১৬ রানের খরচায় ৫ উইকেট তুলে নেন এই বোলার। সাথে ২ উইকেট শিকার করেন নাহিদা আক্তার আর রুমানা আহমেদ। অবশ্য, এর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর নিশ্চিত করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply