‘নিরাপত্তার কারণে যেন জনগন থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই’

|

নিরাপত্তার কারণে জনগন থেকে যেন বিচ্ছিন্ন হতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে এসএসএফকে আরও আধুনিক করা হচ্ছে বলেও জানান তিনি।

দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং যুদ্ধাপরাধীদের অপতৎপরতার ঝুঁকির মাঝে কাজ করছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে এসএসএফ ইতিমধ্যেই দেশীয় ও আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে বলেও জানান শেখ হাসিনা। ৭৫ পরবর্তী সরকারগুলো বাংলাদেশকে বিদেশ নির্ভর রাখার চেষ্টা করলেও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বের বিস্ময় হিসেবে আত্মপ্রকাশ করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply