কারাগার থেকে ফিরে স্বর্ণ জয়

|

জীবন কত কিছুই না শেখায়, কত কিছুই না দেখায়! দুমড়ে, মুচড়ে আবারো সোজা হয়ে দাঁড়ানোর স্বপ্ন দেখায়। ঠিক এমনটাই যেনো হয়েছে অ্যাথলেট জহির রায়হানের সাথে।

ট্র্যাকে দারুণ ছন্দে থাকা জহিরের জীবনে হঠাৎ করেই নেমে আসে অন্ধকার। ছিলেন কারাগারে। ধর্ষণ মামলায় প্রায় ২১ দিন জেলে থাকা এই অ্যাথলেট প্রতিনিয়ত চালিয়ে গেছেন নিজের অনুশীলন। অবশেষে নির্দোষ প্রমাণ হয়ে আবারও ফিরেছেন নিজের পরিচিত ট্র্যাকে। চারশো মিটার স্প্রিন্টে ফিরে পেলেন নিজের হারানো স্থান।

জেলেই অনুশীলন চালানোর কথা জানিয়ে জহির বলেন, মনোবল ছিলো ট্র্যাকে ফেরার। তাই কঠোর পরিশ্রম করে গেছি।

ফিরেছেন এবং স্বর্ণটাও করে নিয়েছেন নিজের। এবার লক্ষ্যটা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গন থেকে পদক এনে দেয়া। সেভাবেই চালিয়ে যেতে চান অনুশীলন। তবে সেই পথে বড় বাধা উন্নত প্রশিক্ষণ না পাওয়া। মান সম্মত খাবারের প্রয়োজনটাও রয়েছে। ভবিষ্যতে ভালো ফলাফল বয়ে আনবেন দেশের জন্য। এমন প্রত্যয় জহির রায়হানের কণ্ঠে।

/এএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply