পাকিস্তানি পেসার হারিস রউফের শুভকাজ সম্পন্ন

|

পাক পেসার হারিস রউফ ও নববধু মুনজা মাসুদ মালিক। ছবি : সংগৃহীত

২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ। ইনজুরির কারণে ঘরের মাটিতে অনুষ্ঠিতব্য সিরিজে জায়গা পাননি তারকা পেসার হারিস রউফ। তাই ফুসরত পেয়েই সেরে নিলেন শুভকাজ। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানী ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন রউফের সতীর্থ ও বন্ধুরা।

২৯ বছর বয়সী হারিসের স্ত্রী তারই এক সময়ের সহপাঠী মুনজা মাসুদ মালিক। পেশায় তিনি একজন মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। হারিস-মুনজার পরিচয় হয়েছিল সহপাঠী হিসেবে। যা পরিণতি পেল শুভ পরিণয়ে।

প্রসঙ্গত, ডানহাতি এই পাক পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে। লাহোরে টি-টোয়েন্টি দিয়ে অভিষিক্ত হারিস বর্তমানে পাক দলের অন্যতম সেরা পেস অস্ত্র। জাতীয় দলের জার্সিতে এ পর্যন্ত তিনি খেলেছেন একটি টেস্ট, ১৫ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply