যে কারণে কিছু সময় খেলা বন্ধ থাকে

|

রাশিয়া বিশ্বকাপের ফ্রান্স-ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনালের উত্তেজনাকর মুহূর্তে হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক সমর্থক।

প্রথমার্ধের বিরতির পর ফের খেলা শুরু হলে ফ্রান্সের এমবাপ্পে যখন গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণে যান, ঠিক তখন ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড়রা দেজান লবরেন ডিবক্সের মধ্যে হাত দিয়ে এমবাপ্পেকে টেনে ধরেছিল। যে কারণে গোলের লক্ষ্যে ছুটা এমবাপ্পে মাঠে পড়ে যান।

আর সেই মুহূর্তে নিরাপত্তা চাদর ভেঙে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। মাঠে ঢুকেই দেজান লভরেনের হাত ধরে টানা হেচরা শুরু করেন সেই দর্শক। তিনি ছাড়াও একই সঙ্গে একজন মহিলা দর্শক মাঠে ঢুকে পড়েন। এই নারী দর্শক গিয়ে ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপ্পের সঙ্গে হাত মেলান।

ভক্তদের এমন আচরণে চমকে উঠেন ফাইনাল ম্যাচ দেখতে লুঝনিকিতে আগত দর্শকরা। যে কারণে কিছু সময় খেলা বন্ধ থাকে। এরপর নিরাপত্তাকর্মীরা এই দুইজন অনুপ্রবেশকারীকে মাঠ থেকে বের করে দেন।

আন্তর্জাতিক ক্রিকেট এমনকি ফুটবলে অতীতেও একাধিবার এমন ঘটনা ঘটেছে। তবে ফাইনালে বোধ হয় এটাই প্রথম।

প্রসঙ্গত, রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। ১৯৯৮ সালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ফ্রান্স।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply