ঢাকা ওয়াসাকে ‘স্মার্ট ওয়াসা’ করতে কার্যক্রম শুরু: ওয়াসার এমডি

|

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

আগামীতে সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণার সঙ্গে মিল রেখে ঢাকা ওয়াসাকে ‘স্মার্ট ওয়াসা’ করতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি জানান, ঢাকা ওয়াসা এরইমধ্যে ৯৪ শতাংশ ডিজিটালাইজড হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘সুপেয় পানি প্রাপ্তি ও চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।

এ আলোচনা সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তাকসিম এ খান বলেন, পানি ব্যবহারে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ওপর নির্ভর করবে চতুর্থ শিল্পবিপ্লবের সুফল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও পানি বিশেষজ্ঞ প্রফেসর ড. কাজী মতিন আহমেদ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply