মেট্রোরেলে ২১ মিনিটে উত্তরা থেকে আগারগাঁও পৌঁছালেন প্রধানমন্ত্রী

|

দুপুর ১ টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে দেশের প্রথম মেট্রোরেল। ২১ মিনিটে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহন করা উদ্বোধনী ট্রেন।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য দান করেন তিনি।

মেট্রোরেলে ভ্রমণরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুধী সমাবেশ শেষে উত্তরা নর্থ স্টেশন থেকে যাত্রা করে ট্রেনটি। এর আগে পতাকা উড়িয়ে অগ্রগামী আরেক ট্রেনের যাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর তিনি ওঠেন মূল ট্রেনে। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা। মন্ত্রিপরিষদের সদস্য, মেট্রোরেল কর্মকর্তা, রাষ্ট্রের বিশিষ্ট নাগরিকসহ তার সহযাত্রী হন মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ২’শ জন নাগরিক। যাত্রার শুরুতে ট্রেনের বগি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: প্রতিটি মেট্রোট্রেনে একটি করে স্বতন্ত্র মহিলা কোচ থাকবে: প্রধানমন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply