জন্মদিনে সালমানের বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

|

বলিউডের চিরকুমার নায়কদের কথা এলেই প্রথমে নাম আসে সালমান খানের। ১ দিন আগেই গেলো এই চিরকুমারের ৫৭তম জন্মদিন। কিন্তু মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল থেকেই ভিড় জমতে থাকে নায়কের বাড়ির সামনে। ভক্তদের দাবি, এক ঝলক দেখবেন ভাইজানকে। খবর আন্দনবাজার পত্রিকার।

এদিন ভক্তরা হাতে ফুল কেক নিয়ে হাজির সালমানের গ্যালাক্সি ফ্ল্যাটের সামনে। বেলা গড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। জনসমাগম সামাল দিতে রীতি মতো হিমশিম খেতে হয়েছে দায়িত্বরত নিরাপত্তা পুলিশকে। এরপর নায়ক বারান্দায় এসে হাতছানি দিতেই ভক্তদের উত্তেজনা পৌঁছে যায় তুঙ্গে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে করতে হয় লাঠিচার্জ।

সাধারণত প্রতি বছর সালমানের জন্মদিনের পার্টির আয়োজন করা হয় তার ফার্মহাউজে। কিন্তু এ বছর রেওয়াজ ভেঙে বোন অর্পিতার বাড়িতে করা হয় আয়োজন। মাত্র মাস কয়েক আগেই, প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সালমান। এরপর থেকেই বাড়ির সামনে সাধারণ জনগণের চলাফেরা নিষিদ্ধ করা হয়। কিন্তু ভাইজানের জন্মদিন বলে কথা। ভক্তরা কোনো নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ভিড় জমান বাড়ির সামনে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply