রাজধানীতে উদ্বোধনের তৃতীয় দিনেও মেট্রোরেলের স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রচন্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোর থেকেই দীর্ঘ লাইনে এসে দাঁড়ান যাত্রীরা।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। স্বপ্নের মেট্রোয় চড়তে আগারগাঁও স্টেশন থেকে পাসপোর্ট অফিস মোড় পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে মানুষ। জনসাধারণের জন্য বহুল প্রত্যাশিত মেট্রোরেল খুলে দেয়ার তৃতীয় দিনেও যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
অনেকে রাজধানীর বাইরে থেকে এসেও লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হচ্ছে যাত্রীদের লাইন। যাত্রীদের অনেকে জানান, স্বপ্নের মেট্রোরেলে ওঠার স্বপ্ন পূরণের জন্য তীব্র শীতকেও তোয়াক্কা না করে এসেছেন তারা। নিজের দেশের মেট্রোয় ওঠার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তারা।
এসজেড/
Leave a reply