বিশ্বকাপের পর জয় দিয়েই লা লিগার মিশন শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার (৩১ ডিসেম্বর) করিম বেনজেমার জোড়া গোলের সুবাদে ভ্যালাদোলিদকে ২-০ গোলে হারিয়েছে লসব্লাঙ্কোসরা।
ঘরের মাঠে শক্তিশালী রিয়ালের বিপক্ষে শুরুটা দারুণ ছিলো ভ্যালাদোলিদের। গোলশূন্য প্রথমার্ধের পর ডেডলক ভাঙ্গতে মাদ্রিদের জায়ান্টদের সময় লাগে ৮০ মিনিট। পেনাল্টি থেকে গোল করে অ্যানচেলোত্তির দলকে এগিয়ে দেন বেনজেমা। ম্যাচের ৮৯তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন বেনজিমা। এ জয়ের সুবাদে বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন রিয়াল।
/এসএইচ
Leave a reply