গুজরাটে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৯, আহত অন্তত ২৮

|

ভারতের গুজরাটে একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

শনিবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে গুজরাতের নবসারী জেলায় ৪৮ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, যাত্রীবোঝাই একটি বাস আমদাবাদের দিক থেকে আসছিল। ওই বাসের যাত্রীরা সবাই প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব থেকে ফিরছিলেন। গত ১৪ ডিসেম্বর এই উৎসবেরই উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী একটি প্রাইভেট কারকে ধাক্কা মারে। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ওই প্রাইভেটকারে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে। এছাড়া বাসের বেশ কয়েকজন যাত্রীও প্রাণ হারিয়েছেন।

পুলিশ বলছে, দুর্ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বাসের চালক। তিনিসহ মোট ১১ জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply