গুহায় উদ্ধার অভিযান: ব্রিটিশ ডুবুরিকে নোংরা ভাষায় আক্রমণ অ্যালন মাস্কের

|

থাইল্যান্ডের গিরিগুহায় ১২ ফুটবলার ও তাদের কোচকে সফলভাবে উদ্ধার অভিযানে মূল ভূমিকা পালন করেছিলেন দুই ব্রিটিশ ডুবুরি। ২৩ জুন কিশোররা নিখোঁজ হওয়ার পর ২ জুলাই প্রথম তাদের সন্ধানও দিয়েছিলেন তারা। তাদের একজন হলেন ভার্ন আনসওর্থ।

উদ্ধার অভিযান শেষে সম্প্রতি এই পাহাড় বিশেষজ্ঞ ও ডুবুরি এক সাক্ষাৎকারে বলেছিলেন, মার্কিন ইলেক্ট্রনিক কোম্পানি টেসলার প্রধান অ্যালন মাস্কের তৈরি করা ও থাইল্যান্ডে পাঠানো ‘মিনি সাবমেরিন’টি উদ্ধার অভিযানের জন্য মোটেও উপযোগী ছিল না।

আনসওর্থ বলেন, ‘সাবমেরিনটি ওখানে কাজে লাগার কোনো সুযোগই নেই। তার (আসলে ওই গুহার ভেতরেও অবস্থা সম্পর্কে কোনো ধারণাই নেই। ওটা ছিল সাড়ে ৫ ফুট লম্বা ছিল এবং অবশ্যই সেটি শক্ত ধাতব জিনিস। ফলে এটি (গুহার) কোনো কোণায় নিয়ে বাঁকানো যেত না। এর মানে হচ্ছে, গুহামুখের ৫০ মিটারের বেশি এটিকে নিয়ে যাওয়ার উপায় ছিল না। এটি শুধুই একটা প্রচারণার কৌশল।’

ডুবুরির এই কথায় ক্ষেপে যান অ্যালন মাস্ক। তিনি টুইট করে আনসওর্থের নাম উল্লেখ না করে তাকে ‘শিশুকামী’ (pedu guy) বলে অভিহিত করেন।

এর আগেও যখন গুহা অভিযানের প্রধান সমন্বয়ক থাইল্যান্ডে স্থানীয় শহরের মেয়র বলেছিলেন, মিনি সাবমেরিনটি ওখানে ব্যবহারের উপযোগী নয়। তখনও অ্যালন মাস্ক মেয়রকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তিনি এটা বুঝবেন না, কারণ তিনি গুহা বিষয়ে বিশেষজ্ঞ নন।’

এদিকে ‘শিশুকামী’ বলে অভিহিত করা টুইটটি ডিলিট করেছেন মাস্ক। তবে এরপরও তার বিরুদ্ধে আইনি পদেক্ষপ নেয়ার কথা ভাবছেন আনসওর্থ। আজ সোমবার অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সেভেন নিউজ’কে বলেছেন, ‘এটা শেষ হয়ে যায়নি। সে আমাকে শিশুকামী বলেছে বলেই মনে হচ্ছে। ও কী ধরনের লোক তা আশা করি সবাই বুঝতে পারছে।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply