জীবন শঙ্কায় আরব আমিরাতের প্রিন্স আশ্রয় নিলেন কাতারে!

|

সংযুক্ত আরব আমিরাতের শাসকদের সাথে বিবাদে জড়িয়ে এখন জীবন নিয়ে শঙ্কায় আছেন দেশটিরই এক রাজকুমার। শেষমেশ প্রতিবেশি কাতারে আশ্রয় নিয়েছেন তিনি। দ্য নিউইয়ার্ক টাইমসে এক রিপোর্টে এ খবর জানানো হয়েছে।

আমির ফুজায়রার দ্বিতীয় সন্তান ৩১ বছর বয়সী শেখ রশীদ বিন হামাদ আল-শারকি হলেন সংযুক্ত আরব আমিরাতের সাতজন শাসকের মধ্যে একজন। তিনি গত ১৬ মে দোহায় পৌঁছান।

নিউইয়ার্ক টাইমস জানায়, শেখ রশীদ ব্ল্যাকমেইল ও মানি লন্ডারিংয়ের অভিযোগ করেন আমিরাতের শাসকদের বিরুদ্ধে। এরপরই তার উপর ক্ষেপে যায় দেশটির সরকার। সরকারের দাবি, রশীদ তার অভিযোগের পক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণ তুলে ধরতে পারেননি।

ইসলামপন্থী বিভিন্ন গ্রুপকে সহায়তা ও ইরানের সাথে ঘনিষ্ঠ মিত্রতার কারণে ২০১৭ সালের জুনে সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, কাতারের সাথে সকল যোগাযোগ ছিন্ন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply