জাতীয় পার্টি ছাড়া সরকার গঠন হবে না: দিদার বখত

|

প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত।

সাতক্ষীরা প্রতিনিধি :

জাতীয় পার্টি ছাড়া সরকার গঠন হবে না বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমরা অংশ নিতে চাই। অংশগ্রহণের মধ্য দিয়েই প্রমাণ হবে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় আমরা অন্যতম প্রতিদ্বন্দ্বী। আমাদের ছাড়া কোনো সরকার গঠিত হতে পারবে না।

রোববার (১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরার তালা ডাক বাংলো চত্বরে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনায় জাপা নেতৃবৃন্দ বলেন, রংপুরে একতরফা বিজয়ের মধ্য দিয়ে জাতীয় পার্টি এখন সারাদেশে উজ্জীবিত। সুশাসন ও উন্নয়ন ফিরে পেতে জিএম কাদেরের নেতৃত্বে লাঙল প্রতীক সারাদেশে বিজয়ী হবে।

ইভিএমকে ‘কারচুপির মেশিন’ উল্লেখ করে দলটির নেতারা বলেন, ইভিএমে শান্তিপূর্ণ নির্বাচন হয় না। এটি ভোট কারচুপির মেশিন। আমরা আগামীতে নিরপেক্ষ এবং দখলমুক্ত নির্বাচন দাবি করছি।

এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে এক বর্ণাঢ্য র‍্যালি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জাপা নেতা জাহাঙ্গীর হাসান, হাবিবুল ইসলাম হাবিব, সিরাজুল ইসলাম, ডা. আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, নুরুল ইসলাম, বাবলুর রহমান, ছাত্র সমাজ নেতা রাজু, ইউনুচ আলী, কাজী জীবন, হাসান আলী বাচ্চু প্রমুখ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply