মাদার তেরেসা দাতব্য সংস্থার বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগ!

|

ভারতে মাদার তেরেসা প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘মিশনারিজ অপ চ্যারিটি’র বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগ উঠেছে। ঝাড়খন্ডে সংস্থার এক কর্মীকে অবৈধভাবে শিশু দত্তক দেয়ার অপরাধে আটকের পর এ অভিযোগ সামনে আসে। এরপর একই সূত্র ধরে ওই সংস্থার আরো দুই কর্মীকেও আটক করা হয়।

এঘটনার পর ভারত সরকার অবিলম্বে মাদার তেরেসা প্রতিষ্ঠিত সকল ‘চাইল্ডকেয়ার হোম’ পরিদর্শনের নির্দেশ দিয়েছে।

ভারতে অবৈধভাবে শিশু দত্তক নেয়া একটি বড় ধরণের ব্যবসা। সরকার বলছে, দেশটিতে প্রতি বছর এক লাখেরও বেশি শিশু নিখোঁজ হচ্ছে।

চলতি মাসের প্রথমদিকে কয়েক হাজার ডলারের বিনিময়ে কমপক্ষে পাঁচটি শিশু বিক্রির অভিযোগে পুলিশ ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচির একটি মাদার তেরেসা হোমসের একজন নারী নান ও এক কর্মীকে গ্রেফতার করে।

হোম থেকে সদ্যজাত শিশু নিখোঁজ হওয়া বিষয়ে স্থানীয় শিশু কল্যাণ কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে এই কেলেঙ্কারির কথা উঠে আসে।

নোবেল পুরস্কার বিজয়ী মাদার তেরেসা ১৯৫০ সালে মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। দাতব্য সংস্থাটির তিন হাজারেরও বেশি নান পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন। বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের আওতায় মিশনারিজ অফ চ্যারিটি অবিবাহিত গর্ভবতী নারীদের জন্য সেন্টার পরিচালনা করে। কিন্তু এটি এখন আর শিশু দত্তক নেয়ার ব্যবস্থা করে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply