ইউরোপিয়ান পার্লামেন্টে দুর্নীতি, প্রত্যাহার করা হচ্ছে অভিযুক্ত এমপিদের দায়মুক্তি

|

ইউরোপীয় পার্লামেন্টের সদর দফতর (সংগৃহীত ছবি)।

দুর্নীতির দায়ে অভিযুক্ত দুই এমপির দায়মুক্তির অধিকার প্রত্যাহার করতে যাচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট। সোমবার (২ জানুয়ারি) পোস্ট করা এক টুইটবার্তায় এ কথা জানান জোটের প্রেসিডেন্ট রবার্তা মেতসোলা।

তিনি জানান, তদন্তের পর বেলজিয়ামের বিচারিক কর্তৃপক্ষ দায়মুক্তি প্রত্যাহারের পর্যবেক্ষণ দেন। সে অনুরোধকে গুরুত্ব দিয়েই, দুই এমপির কূটনৈতিক অধিকার কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্নীতির দায়ে অভিযুক্ত এ দুই বেলজিয়ান এমপি হলেন, মার্ক তারাবেলা ও আন্দ্রিয়া কোজ্জোলিনো। তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং দুর্নীতির জোরালো অভিযোগ রয়েছে।

এর আগে, গত মাসে, বেলজিয়াম গোয়েন্দা পুলিশের পরিচালিত এক অভিযানে কমপক্ষে আটক হন অন্তত ১৬ জন। এ অভিযানে, জব্দ করা হয় বিপুল পরিমাণ অর্থ, সন্দেহভাজনদের মোবাইল ও ল্যাপটপ। আটকের পর পুলিশি জেরায় বর্তমানে কারাভোগরত অন্যতম অভিযুক্ত ইউরোপিয়ান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইভা কাইলি কাতারের কাছ থেকে ঘুষ গ্রহণের কথা স্বীকার করেন। বলেন, পার্লামেন্ট নিয়ন্ত্রণের উদ্দেশে ঘুষ দিয়েছে কাতার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply