আইসিসির টেস্ট ব্যাটার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাসে সেরা অবস্থানে লিটন দাস। সবশেষ হালনাগাদকৃত তালিকায় এই উইকেট রক্ষক-ব্যাটারের অবস্থান এখন ১১ নম্বরে।
অস্ট্রেলিয়ার ওসমান খাজাকে টপকে লিটনের পয়েন্ট এখন ৭০২। পেছনে অবস্থান করা খাজার পয়েন্ট ৭০০। একধাপ করে পিছিয়েছেন জনি বেয়ারস্টো ও ভিরাট কোহলি।
এর আগে ২০২২ সালে দু’বার র্যাঙ্কিংয়ের ১২ নম্বরে ছিলেন লিটন। তবে খাজা কোহলিদের পেছনে ফেলে চলতি হালনাগাদে ইতিহাস গড়েছেন এই উইকেট রক্ষক-ব্যাটার। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন ল্যাবুশানে। আর দ্বিতীয় স্থানে আছেন স্টিভেন স্মিথ।
এদিকে আইসিসির সবশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে দুই ধাপ করে পিছিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ২২ আর সাকিব এখন ৪২ নম্বরে।
ইউএইচ/
Leave a reply