বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ইন্টারনেটের গতিতে এগোলো বাংলাদেশ

|

বাঙ্গালদেশে বেড়েছে ইন্টারনেটের গতি। ফলে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে দেশের অবস্থানের উন্নতিও হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার হিসেব বলছে, গত নভেম্বরে মোবাইল ইন্টারনেটের গড় গতিতে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১১৯তম। আগের তুলনায় এগিয়েছে বাংলাদেশ ৭ ধাপ।

বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি কেমন, তা তুলে ধরে প্রতি মাসে ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে ওকলা। ২০২১ সালে তাদের প্রতিবেদনে উঠে এসেছিল যে বাংলাদেশ তালিকার শেষ দিকে অবস্থান করছে। বাংলাদেশের পেছনে ছিল জিম্বাবুয়ে, ফিলিস্তিন, ভেনেজুয়েলা ও আফগানিস্তান।

ওকলার তথ্য অনুযায়ী, বাংলাদেশে গত বছর নভেম্বর মাসে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড গতি ছিল ১৩ দশমিক ৯৫ এমবিপিএস। মাত্র এক বছর আগে যার গতি ছিলো ১০.৪২ মেগাবাইট পার সেকেন্ড। আপলোডের গতি ছিল ৮ এমবিপিএসের নিচে, যা বেড়ে গত নভেম্বরে ৯ এমবিপিএস ছাড়িয়েছে। ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের অবস্থান ছিল ১৩০তম। সেখান থেকে উন্নতি হয়েছে ১১ ধাপ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply