রাইফার মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা

|

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনায় বেসরকারি ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষসহ চার চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে মেয়েটির পরিবার।

বিকেলে রাইফার বাবা সাংবাদিক রুবেল খান বাদি হয়ে নগরীর চকবাজার থানায় এই মামলা দায়ের করেন তিনি। এ সময় চট্টগ্রামের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

মামলার এজহারে চিকিৎসকদের অবহেলা এবং ভুল চিকিৎসা প্রদানের কারণে শিশু রাইফার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। মামলায় ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্রদেব এবং হাসপাতালটির এমডি লিয়াকত আলীকে আসামি করা হয়েছে।

মামলার বাদি রুবেল খান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম এবং চিকিৎসকদের অবহেলার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। যার প্রেক্ষিতে তিনি এই মামলা দায়ের করেছেন।

এদিকে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। গত ২৯ জুন নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু রাইফার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply