সাড়ে তিন বছরেও শেষ হয়নি খুলনা আধুনিক রেলস্টেশনের কাজ

|

ফাইল ছবি

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হচ্ছে না খুলনা আধুনিক রেলস্টেশনের কাজ। দেড় বছরের কাজ শেষ করতে পেরিয়ে গেছে প্রায় সাড়ে তিন বছর। এতে খরচ বেড়েছে। নির্মাণ কাজে এমন ধীরগতি নিয়ে ক্ষুদ্ধ খুলনাবাসী। জায়গা পেতে ধীর গতির কারণে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যায়নি বলে দাবি করছে কর্তৃপক্ষ।

দু’দফা সময় বাড়িয়ে, ২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্প, শেষ হওয়ার কথা এবছরের জুন মাসে। অথচ এখনও চলছে মাটি ভরাটের কাজ। শেষ হয়নি ওয়ার্কওয়ে ও বাউন্ডারী ওয়াল। তৈরী হয়নি গাড়ি পার্কিংয়ের জায়গা। সম্পূর্ণ হয়নি ছয়টি প্লাটফর্মের কাজও। রেলপাটি বসানোর কাজও বাকি।

স্টেশনটি দ্রুত চালু করতে মন্ত্রণালয় থেকে তদারকি করা হচ্ছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

এতদিনেও রেলষ্টেশনটি চালু না হওয়াকে খুলনাবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিমত নাগরিক নেতাদের।

রেল স্টেশনটি চালু হলে একসঙ্গে ৬টি ট্রেন প্রবেশ করতে পারবে। যাতায়াত করতে পারবেন প্রায় ১০ হাজার যাত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply