‘দুই কোটিরও বেশি বাংলাদেশি নাগরিক পেয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট’

|

দুই কোটিরও বেশি বাংলাদেশি নাগরিকদের মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও জার্মানির মধ্যে ই-পাসপোর্ট ও অটোমেটেড বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন থেমে নেই, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। এই চুক্তির ফলে ঘরে বসেই ইন্টারনেটে পাসপোর্টের জন্য আবেদন করে পাওয়া যাবে কাঙ্ক্ষিত ই-পাসপোর্ট।

মেশিন রিডেবল পাসপোর্টেও জালিয়াতি হওয়ায় ইমিগ্রেশন ব্যবস্থাপনাকে আরও নির্ভুল, সহজতর করতেই বাংলাদেশসহ বিশ্বের ১১৯টি দেশে ই-পাসপোর্ট চালু করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply