বিশ্বের সবচেয়ে দামী গোলরক্ষক অ্যালিসন

|

অবশেষে ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসনের সঙ্গে চুক্তি চুড়ান্ত করে নিয়েছে লিভারপুল। রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়িয়েছে অলরেডরা। এর ফলে বিশ্বের সবচেয়ে দামী গোলরক্ষক এখন অ্যালিসন।

ইতালিয়ান ক্লাব রোমা থেকে তাকে পেতে কাড়াকাড়ি করছিল দুই ইংলিশ ক্লাব লিভারপুল আর চেলসি। কিন্তু শেষ পর্যন্ত অলরেডদের ঘরেই ঠাই হলো এই ব্রাজিলিয়ানের।

আগামী সপ্তাহের মধ্যেই মেডিক্যাল টেস্ট করাতে ইংল্যান্ডে আসার কথা রয়েছে তার। এর আগে সর্বাধিক ৫৩ মিলিয়ান ইউরোতে জিয়ানলুইজি বুফনকে কিনেছিলো য়্যুভেন্টাস।

এবারের বিশ্বকাপে দারুন পারফর্ম করার পর থেকেই ট্রান্সফার মার্কেটের হট কেক হয়ে যান ২৫ বছর বয়সি অ্যালিসন। সবশেষ মৌসুমে ইতালিয়ান সিরি’আর সেরা গোলরক্ষকও ছিলেন অ্যালিসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply