২৫ জানুয়ারি সারাদেশে সমাবেশের ঘোষণা বিএনপির

|

বিদ্যুতের বর্ধিত মূল্য কমানো এবং ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৫ জানুয়ারি সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির সমাবেশে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বক্তব্যে তিনি দাবি করেন, লুটপাট করার জন্যই বিদ্যুতসহ সবকিছুর দাম বাড়িয়েছে সরকার। গণশুনানি না করে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। লুটপাটের সকল দায় জনগণের ওপর চাপিয়েছে।

ড. মোশাররফ বলেন, ভোক্তা পর্যায়ে সুদের হার বাড়িয়ে আইএমএফকে খুশি করতে চায় সরকার। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন এই দেশে গণতন্ত্র নাই। তারা সুষ্ঠু নির্বাচন চায়।

এদিকে, সমাবেশের পর বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ১০ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করছেন দলটির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ মিছিল-সমাবেশ করছে বিএনপি ও সমমনা জোট। এর আগে গত ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি থেকে আজকের মিছিল-সমাবেশের ঘোষণা দেয়া হয়েছিল। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ পূর্বঘোষিত ১০ দফা দাবির সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ইস্যুটি সামনে এনেছে দলটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply