কৃষি ও ক্ষুদ্র ঋণে বিশেষ ছাড়

|

কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণে উৎসাহ দিতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উভয় খাতে অশ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের হার কিছুটা কমানো হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে, সব বাণিজ্যিক ব্যাংকে।

প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি ও ক্ষুদ্র খাতে স্বল্প মেয়াদি ঋণ বিতরণে উৎসাহিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন উভয় খাতে নিয়মিত-অনিয়মিত সব ঋণের বিপরীতে আড়াই শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হতো। এখন থেকে তা দেড় শতাংশ কমিয়ে এক শতাংশ নির্ধারণ করা হয়। এছাড়া প্রাথমিক এবং সন্দেহজনক ঋণের বিপরীতে ৫ শতাংশ এবং খেলাপির বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে। কৃষি ও এসএমই খাতে ২৩ হাজার কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply