প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা আজ

|

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ ও দেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। সকাল থেকে নেতাকর্মীদের প্রবেশের জন্য খুলে দেয়া হবে উদ্যানের গেট। বেলা ১২টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। দুপুরে এই মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।

বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শুরু হবে। দুই ঘণ্টার গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যে থাকতে পারে আগামী নির্বাচনের বার্তা।

সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে শুক্রবার বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের জোয়ার চলছে, আর বিএনপিতে ভাটা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণ চায় বলে জানান তিনি। তবে বলেন, সে নির্বাচনে বিএনপি’কে টেনে আনতে কোন পদক্ষেপ নেবে না আওয়ামী লীগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply