ম্যানসিটি-টটেনহ্যাম মহারণ আজ

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি- টটেনহ্যাম। জন্মদিনেও পেপ গার্দিওলার মনে স্বস্তি নেই। ম্যানচেস্টার ডার্বিতে শুরুতে এগিয়ে থেকেও ইউনাইটেডের কাছে হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। অন্যদিকে, টটেনহ্যামও রয়েছে হারের বৃত্তে বন্দি।ঘরের মাঠে নর্থ লন্ডন ডার্বিতে লিগ লিডার আর্সেনালের কাছে হেরে যায় কান্তের শিষ্যরা।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হ্যারি কেন, রিচার্লিসনদের টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে মাঠে নামবে আর্লিং হাল্যান্ড, ডি ব্রুইনারা। খেলাটি শুরু হবে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায়। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষ স্থানেই রয়েছে আর্সেনাল। আগের ম্যাচে রেড ডেভিলদের হারিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার সুযোগ ছিল আর্লিং হাল্যান্ডদের সামনে। কিন্তু মার্কাস র‌্যাশফোর্ডরা ২-১ গোলে জিতে ম্যান সিটির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন। ১৮ ম্যাচে পেপের দলের পয়েন্ট ৩৯। ১ ম্যাচ বেশি খেলে সিটিজেনদের সমান ম্যানইউর ৩৯ পয়েন্ট। কিন্তু গোল ব্যাবধানে পিছিয়ে থাকায় তালিকার ৩য় স্থানে রয়েছে রেড ডেভিলরা যা চিন্তা বাড়াচ্ছে গার্দিওলার।

শেষ ৩ ম্যাচে গোলের দেখা পায়নি গোলমেশিন খ্যাত হাল্যান্ড। চলতি মৌসুমে ১৯ গোল করা হাল্যান্ড আজকেও গার্দিওলার বাজির ঘোড়া হয়ে উঠতে পারেন। অন্যদিকে, হ্যারি কেন সুযোগ পেলেই গোল করে দলকে জেতাতে মুখিয়ে থাকবেন।

ম্যাচ পূর্বক সাংবাদিক সম্মেলনে ম্যানসিটি কোচ গার্দিওলা বলেন,  আর্সেনালের কাছে ০-২ গোলে টটেনহ্যাম হারলেও আমাদের খুব সতর্ক থাকতে হবে। টটেনহ্যাম দলে একাধিক অসাধারণ ফুটবলার রয়েছে। ওরাই হ্যারি কেনকে বল দেবে।

অন্যদিকে হ্যারি কেন বলেন, হারের যন্ত্রণাই আমাকে উজ্জীবিত করছে ভালো খেলতে। ওদের(ম্যানসিটি) হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া আমরা। আমাদের দলের প্রত্যেকে মুখিয়ে আছে জয়ের জন্য। আমার লক্ষ্য গোল করে সব সংবাদের শিরোনাম হওয়া।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply