এমবাপ্পেকে কেনার সুযোগ হেলায় হারিয়েছিল বার্সা

|

বিশ্বকাপ পরবর্তী দলবদলের বাজারে কিলিয়ান এমবাপ্পে এক ‘হট কেকের’ নাম। নিজের দিনে যে প্রতিপক্ষকে একাই গুড়িয়ে দিতে পারেন সেটি তো চোখে আঙ্গুল দিয়েই দেখিয়েছেন। বিশাল অঙ্কের টাকায় কিনতে চেয়েও এমবাপ্পের পিএসজিকে টলাতে পারেনি রিয়াল মাদ্রিদের মতো দল। অথচ, সুযোগ পেয়েও কিনা এই এমবাপ্পেকে দলে ভেড়ায়নি বার্সেলোনা। তার বদলে দলে নিয়েছিল ওউসমান ডেমবেলেকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এ লেখা এক কলামে এ কথা জানিয়েছেন হোসে মারিয়া মিনগুয়েয়া। কে এই মিনগুয়েয়া? ইনি মূলত বার্সার খুব প্রভাবশালী একজন এজেন্ট। বার্সেলোনায় লিওনেল মেসির আসার নেপথ্যেও ছিলেন তিনি। রোনালদিনহোকেও প্রথম স্প্যানিশ ক্লাবটির নজরে আনার কাজটিও করেছেন তিনি। সেই মিনগুয়েয়া যখন জানালেন, বার্সেলোনা কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর সুযোগ পেয়েও কেনেনি, সেটি উড়িয়ে দেওয়ার ‘জো’ নেই।

এমবাপ্পে তখনও পিএসজি তারকা হয়ে উঠেননি। মোনাকোতো খেলতেন। সেসময় একদিন মিনগুয়েয়ার ছেলে, যিনি নিজেও একজন এজেন্ট, এমবাপ্পের খবর এনে দেন। তখন অবশ্য, বার্সায় খেলার কথা ভাবেননি এই ফ্রেঞ্চ বিস্ময়। কারণ, বার্সার আক্রমণভাগে তখন খেলতো নেইমার, মেসি ও লুইস সুয়ারেজের মতো খেলোয়াড়।

তবে, এমবাপ্পের বাবা আগ্রহী ছিলেন। তাদের ফোন নম্বর দিয়ে রেখেছিলেন। যদি কোনো বড় ক্লাব কিনতে চায় তার ছেলেকে! এমবাপ্পের বাবার আগ্রহের কথা জেনেও বার্সার পরিচালকরা আগ্রহী হননি। কারণ, এমবাপ্পের খেলার ধরন নাকি বার্সার সাথে যায় না। শেষ পর্যন্ত এমবাপ্পের বদলে ডেমবেলেকেই বেছে নিয়েছিল তারা। এখন কী আক্ষেপ জাগে বার্সার হর্তাকর্তাদের?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply