পশ্চিম তীরে ইসরায়েলির গুলিতে ফিলিস্তিনি নিহত

|

ছবি : সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরে আবারও ইসরায়েলি আগ্রাসনের শিকার এক ফিলিস্তিনি। শনিবার (২১ জানুয়ারি) রামাল্লায় গুলি করে হত্যা করা হয় তারেক মালি (৪২) নামে এক ফিলিস্তিনি নাগরিককে। খবর ভয়েস অব আমেরিকার।

খবরে বলা হয়েছে, তেল আবিব দাবি করেছে বেসামরিক এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের চেষ্টা করেছিল নিহত তারেক মালি। আত্মরক্ষার স্বার্থে তাকে গুলি করে ওই ইসরায়েলি নাগরিক। যদিও কোনো আঘাতপ্রাপ্ত হননি অবৈধ বসতি স্থাপনকারী ওই ব্যক্তি।

চলতি বছর এ নিয়ে ১৮ ফিলিস্তিনির মৃত্যু হলো পশ্চিম তীরে। গত বছর পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে প্রায় দেড়শো মানুষ। গত বছর বেশ কয়েকটি হামলায় ১৯ ইসরায়েলির মৃত্যুর পর পশ্চিম তীরে জোরালো হয় ফিলিস্তিন বিরোধী অভিযান।

মানবাধিকার কর্মীদের অভিযোগ, সামান্য অপরাধে বড় ধরনের দণ্ড দেয়া হয় ফিলিস্তিনিদের। বেশিরভাগ ক্ষেত্রে বিনা বিচারে হত্যা করা হয় তাদের।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply