আয়কর আইন-২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন

|

আয়কর কর্মকর্তাদের ইচ্ছামতো নয়, কর নির্ধারণের পরিমাপকই করের পরিমাণ ঠিক করবে। এমন নানা সংশোধন এনে ‘আয়কর আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এ আইনে ব্যাবসা-বাণিজ্যে বিশেষ করে ব্যবসায়ীদের রিটার্ন দাখিলের বিষয়টি সহজ করা হয়েছে। করদাতার দেয়ার তথ্যের ভিত্তিতেই কর নির্ধারিত হবে। তাতে করা দেয়া নিয়ে আপিলের পরিমাণ কমবে, কমবে করদাতার হয়রানি। বিদ্যমান আইনে উৎস করের রিটার্ন দাখিলের ক্ষেত্রে ২৯টি বাধ্যতামুলক বিধান ছিলে। নতুন আইনে যা ১২টি ক্ষেত্রে রাখা হয়েছে।

এই আইনের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল করা আরও সহজ বলে মন্তব্য করেছেন মাহবুব হোসেন। এছাড়া কমানো হয়েছে আয়কর কর্মকর্তাদের ডিসক্রেসানারি ক্ষমতা। এতে মামলা ও হয়রানি কমবে বলে জানানো হয় মন্ত্রিসভার বৈঠকে।

মন্ত্রিসভা এদিন এজেন্সি টু ইনোভেট আইন, ২০২২ এরও অনুমোদন দেয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply