বিএনপির আন্দোলনের সাথে জনসম্পৃক্ততা নেই: ওবায়দুল কাদের

|

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বিএনপির আন্দোলন তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের আন্দোলন, এর সাথে জনসম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর পলাশীতে নবকুমার ইনস্টিউটে শহীদ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের শেষে তিনি এ কথা বলেন। ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি শাহাদাত বরণকারী মতিউর এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন।

সকাল থেকেই বিদ্যালয়প্রাঙ্গনে এসে শ্রদ্ধা জানান শিক্ষার্থীসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ। দেশের স্বাধিকার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ৬৯ এর গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা অর্জনের পথে চূড়ান্ত মাইলফলক। পথে চুড়ান্ত মাইলফলক। ইভিএম নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কাদের বলেন, ৩০০ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ, তবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় তা মেনে নেয়া হবে।

আরও পড়ুন: নির্বাচন কমিশন যে কয়টি আসনে ইভিএম দেবে তাই মেনে নেয়া হবে: কাদের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply