সরকারি হাসপাতালে বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা

|

দেশের সকল পর্যায়ের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন মুক্তিযোদ্ধারা। দুপুরে এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।

চুক্তি স্বাক্ষর করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরুপ চৌধুরী। স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

এসময় জানানো হয়, এই চুক্তির আওতায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা জীবন সায়াহ্নে জটিল রোগে আত্রান্ত তারা দেশের সব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অবস্থিত সরকারি হাসাপাতাল বা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন। বর্তমানে ১ লাখেরও কিছু বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা জীবিত আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply