ফুটবল খেলাকে কেন্দ্র করে টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছে। গত রাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলের ছাত্রলীগের দুইজনের তর্ক হয়। এরই জেরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে আহত হয় অন্তত ৪ জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
Leave a reply