যৌথ মহড়ায় শক্তিমত্তা প্রদর্শন করলো ফ্রান্স-রোমানিয়া

|

ছবি : সংগৃহীত

রোমানিয়ায় চোখ ধাঁধানো যৌথ সামরিক মহড়া চালাচ্ছে ফ্রান্স। রুশ-ইউক্রেন চলমান যুদ্ধে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর প্রস্তুতি জানান দিতেই এ শক্তিমত্তা প্রদর্শন। খবর এপি’র।

খবরে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর মারদানে চলছে এ মহড়া। এতে ২০০ সমরযানসহ যোগ দিয়েছেন ৬০০ ফরাসি সেনা। এ তালিকায় ফ্রান্সের অত্যাধুনিক ৪টি লুকলে ট্যাংকও রয়েছে। শিগগিরই ইউক্রেনে এ ট্যাংকগুলো পাঠানো হতে পারে বলে ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

এদিকে, রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, যেকোনো মুহূর্তে যেকোনো জায়গায় মোতায়েনের জন্য প্রস্তুত করা হচ্ছে সৈন্যদের। এছাড়া রণকৌশলের জরুরি প্রশিক্ষণও দেয়া হচ্ছে তাদের।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply