রাশিয়ার ছোড়া ২৪টি মিসাইল ধ্বংস করেছে ইউক্রেন

|

ছবি: সংগৃহীত

রুশ বাহিনীর উৎক্ষেপিত ২৪টি মিসাইল ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। দেশটির দক্ষিণে আজভ সাগর থেকে এসব মিসাইল উৎক্ষেপণ করা হয়। খবর রয়টার্স’র।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ দাবি করেছে ইউক্রেন। মোট ৩০টি মিসাইল ছোড়া হয় বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, আজভ সাগরের পূর্ব উপকূল থেকে এইসব মিসাইল ছোড়া হয়।

ইউক্রেন সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, এই মিসাইল হামলায় ওডেশার দুইটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। এটি মেরামতের জন্য বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply