শেয়ারবাজারে ধস, মাত্র কয়েক ঘণ্টায় তৃতীয় শীর্ষ ধনীর অবস্থান থেকে ছিটকে গেলেন আদানি

|

ভয়াবহ ধস নেমেছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে। শুক্রবার (২৭ জানুয়ারি) একদিনেই আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দর ১৯ শতাংশের বেশি কমে গেছে। খবর সিএনবিসির।

চলতি সপ্তাহের শুরু থেকেই শেয়ার মার্কেটে খরা শুরু হয় বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় তিন নম্বরে থাকা আদানির প্রতিষ্ঠানগুলোতে। দু’দিনে তাদের মোট শেয়ারের দাম কমেছে অন্তত ৫০ বিলিয়ন ডলার। শেয়ারবাজারের এই বিপুল পতনের জেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্বের শীর্ষ ধনকুবেরের তালিকার তিন নম্বর থেকে সাতে নেমে গেছেন ভারতের এ শিল্পপতি।

নিউইয়র্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের এক অনুসন্ধানী প্রতিবেদনের পর থেকেই তুমুল বিতর্কের মুখে আদানি। প্রতিবেদনে, গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছে গবেষণা প্রতিষ্ঠানটি। তাদের দাবি, প্রতারণার আশ্রয় নিয়ে বাজারে নিজেদের শেয়ারের দাম বাড়িয়েছে আদানি গ্রুপ। যদিও হিনডেনবার্গের রিসার্চের অভিযোগকে ভিত্তিহীন দাবি আদানী গ্রুপের। আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি তাদের। তবে এই প্রতিবেদন প্রকাশের পরই শেয়ারবাজারে ভয়াবহ পতনের মুখে পড়ে আদানি গ্রুপ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply