ছবি: সংগৃহীত
ফেসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে এক অস্ত্র ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বালিল্লায়। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।
বুধবার (১ ফেব্রুয়ারি) আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যার পেছনের কারণও ফেসবুক লাইভে জানিয়েছেন এই ব্যবসায়ী।
এসময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে বিচার চেয়েছেন। তার পরিবারের দেখভাল করতেও তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ওই ব্যবসায়ী।
মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির পর তাকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। কিন্তু ডাক্তাররা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
নন্দ লালের অভিযোগ ছিল, ঋণ পরিশোধের পরও কিছু ব্যক্তি তাকে হয়রানি করছিলেন। এরপর মোদি ও যোগী আদিত্যনাথের সাহায্য চেয়ে মন্দিরের ভেতর মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন তিনি।
/এনএএস
Leave a reply