দুধের চেয়ে দাম বেশি গোমূত্রের!

|

A worker pours the contents after she collected cow urine at a cow shelter where cow urine is cultivated for medicinal /religious purposes in Bulandshahr, Uttar Pradesh, India on June 17, 2016. (To match Anindya Upadhyay’s story)

ভারতের রাজস্থানে দুধের চেয়ে গোমূত্রের দাম বেশি। যারা গরু লালন পালন করে অর্থ উপার্জন করেন তারা জানিয়েছেন এখন দুধের থেকে গোমূত্র বিক্রি করে বেশি লাভবান হচ্ছেন।

জয়পুরের এক পশু পালনকারী জানান, বাজারের গোমূত্রের চাহিদা এতটাই বেশি যে দুধের থেকেও তা বেশি দামে বিক্রি হচ্ছে।

বাজারে গোমূত্র ১৫ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে অপরদিকে দুধ ২২-২৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে খাটি গোমূত্রের জন্য সরাসরি গরু খামার থেকে বিক্রি বেশি হচ্ছে। এক খামারী জানান, গরুর মূত্র বিক্রি করার পর থেকে দুধের থেকে ৩০ শতাংশ বেশি আয় বেড়েছে।

এমনকি তিনি জানান, সারা রাত জেগে থাকি যাতে করে গোমূত্র মাটিতে না পরে যায়। গরু মায়ের মতো তার জন্য সারা রাত জেগে থাকতে মনে কিছু করিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply