ফিলিপাইনের আরও ৪টি সামরিক ঘাঁটি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র

|

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে সামরিক শক্তি সম্প্রসারিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ফিলিপাইনে আরও চারটি সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ম্যানিলা সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একটি সমঝোতার আওতায় এ ঘোষণা দিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, চুক্তির ফলে দুই দেশ সামরিক মহড়ার পরিধি আরও বাড়বে। এর পাশাপাশি ওই অঞ্চলে উপকূল এবং আকাশ প্রতিরক্ষা আরও জোরদার হবে যুক্তরাষ্ট্রের।

২০১৪ সাল থেকেই ফিলিপাইনের ৫টি সামরিক ঘাঁটি ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। EDCA সামরিক চুক্তির আওতায় এই সুবিধা পেয়ে থাকে যুক্তরাষ্ট্র। এবার নতুন করে দেশটির আরও ৪টি ঘাঁটি ব্যবহার করায় দক্ষিণ চীন সাগরে আরও শক্তিশালী হবে যুক্তরাষ্ট্রের অবস্থান। মূলত তাইওয়ান, জাপান ও চীন সাগর এবং হংকং ইস্যুতে বেইজিংয়ের ওপর নজরদারি বাড়াতেই এ উদ্যোগ। ওয়াশিংটন-ম্যানিলার এই উদ্যোগের ফলে চাপের মুখে পড়বে চীন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply