গ্রিসে দাবানলে ৬০ জনের মৃত্যু

|

This photo taken on July 24, 2018 show cars burnt following a wildfire at the village of Mati, near Athens, on July 24, 2018. - Fifty people have died and 170 have been injured in wildfires ravaging woodland and villages in the Athens region, as Greek authorities rush to evacuate residents and tourists stranded on beaches along the coast on July 24, 2018. The death toll soared with a Red Cross official reporting the discovery of 26 bodies in the courtyard of a villa at the seaside resort of Mati. (Photo by ANGELOS TZORTZINIS / AFP) (Photo credit should read ANGELOS TZORTZINIS/AFP/Getty Images)

গ্রিসে হঠাৎ ছড়িয়ে পড়া দাবানলে প্রাণ গেছে অন্তত ৬০ জনের। আহত শতাধিক মানুষ। হতাহতদের মধ্যে আছে অনেক শিশুও। পরিস্থিতির ভয়াবহতায় এরই মধ্যে বিশ্ব সম্প্রদায়ের সাহায্য চেয়েছে গ্রিক প্রশাসন।

রাজধানী এথেন্সের কাছে বেশ কিছু এলাকায় পৃথক দাবানলে পুড়ে গেছে ১শ’র বেশি বাড়িঘর। আশ্রয়হীন কয়েক হাজার মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলীয় মাতি। আগুনের লেলিহান শিখায় বিভিন্ন রিসোর্টে আটকা পড়েছেন পর্যটকরা। পুড়ছে উত্তর-পূর্বের পেন্তেলি ও রাফিনা শহরও।

এছাড়া, পশ্চিমের পাহাড়ি এলাকায় অবস্থিত একটি পাইন বনেরও প্রায় ৫০ কিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে; জারি করা হয়েছে জরুরি অবস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply